Kumbalangi Nights Bangla subtitle

Kumbalangi Nights Bangla subtitle তৈরি করেছেন Shakil Miku । মুভিটি পরিচালনা করেছেন মধু সি নারায়ণন। গল্পের লেখক ছিলেন সিয়াম পুষ্কারন।Kumbalangi Nights Bangla subtitle ডাউনলোডের আগে রিভিউ দেখে নিতে পারেন।
রিভিউঃ

কুম্বালাঙ্গি দক্ষিণ ভারতের কোচি শহরের প্রান্তদেশে অবস্থিত ক্ষুদ্র একটি দ্বীপ গ্রাম।সেখানেই সাজি,বনি,ববি ও ফ্রাঙ্কি নামের চার ভাইয়ের বাস।বাড়িতে সবসময় তাদের ভিতরে কোন না কোন কারণে ঝগড়া লেগেই থাকে।কিন্তু এক ভাই অন্য ভাইয়ের বিপদের সময় সবসময় পাশে ই থাকে।


মুভির স্টোরি শুনে হয়তো ভাবছেন এ আর এমন কি! কিন্তু আপনার ভুল ধারণা ভেঙ্গে যাবে যখন আপনি মুভিটা শেষ করবেন।এতো সিম্পল স্টোরির এতো অসাধারণ প্রেজেন্টেশন যে আপনাকে অবাক করে রেখে দিবে একদম।মুভির বিভিন্ন সিন যেমন আপনাকে ইমোশনাল করে দিবে ঠিক তেমন বেশকিছু সিনে হাসি আটকাতে পারবেন না।পুরো মুভি জুড়ে শুধু মুভিটা মুগ্ধতাই ছড়াবে আর পরিশেষে আপনার মন ছুঁয়ে যাবে।

মুভিতে অভিনয় করা প্রত্যেকের অভিনয় ই অসাধারণ ছিলো।সাজি চরিত্রে সৌবিন শাহিন,বনি চরিত্রে শ্রীনাথ ভাসি,ববি চরিত্রে শেন নিগম কিংবা ফ্রাঙ্কি চরিত্রে ম্যাথিউ থমাস প্রত্যেকের ন্যাচারাল অভিনয় আপনাকে মুভি উপভোগে আরো বেশী সাহায্য করবে।এছাড়া বেবি চরিত্রে আন্না বেনের সুন্দর অভিনয় এবং শাম্মি চরিত্রে ফাহাদ ফাসিলের মারাত্নক অভিনয় তো আছেই।

মুভির স্কিনপ্লে দারুণ,২ ঘন্টা ১৮ মিনিটের মুভি আপনাকে কখনো বোর হতে দিবে না।মুভির সিনেমাটোগ্রাফি মারাত্নক রকমের সুন্দর,চোখে লেগে থাকার মতো।মুভির আরেকটা অসাধারণ দিক হলো এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক,একদম টপনচ লেভেলের।মুভির গানগুলো ও অনেক সুন্দর।সর্বোপরিভাবে বলা যায় “Kumbalangi Nights” মালায়লাম ইন্ডাস্ট্রির আরেকটা অসাধারণ মুভি,যা অবশ্যই আপনার দেখা উচিৎ।

মুভিটি বাংলাতে দেখতে Kumbalangi Nights Bangla subtitle download

Leave a Comment